Wellcome to National Portal
গণযোগাযোগ অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd নভেম্বর ২০২১

শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের জিওবি এবং পিএ বাজেটের আওতায় গণযোগাযোগ অধিদপ্তর ৫ বছর মেয়াদি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রতি বছর এ প্রকল্পের অধীনে ৬৮ তথ্য অফিস দু’টি করে উপজেলায় গণউদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করছে। গণউদ্বুদ্ধকরণ কার্যক্রমের মধ্যে রয়েছে ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শনী, পথ প্রচার, লোকসঙ্গীতানুষ্ঠান, উঠান বৈঠক, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা ও শিশু মেলা আয়োজন। প্রকল্পটির উদ্দেশ্যে হলো- উদ্বুদ্ধকরণ কার্যক্রমের মাধ্যমে শিশু ও নারী অধিকার বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি করা এবং এ বিষয়ে জনগণের চিন্তা ও আচরণগত পরিবর্তন আনতে সহায়তা করা। এছাড়া জাতিসংঘ প্রণীত শিশু অধিকার সনদ- সিআরসি, নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণ সনদ-CEDAW, SDG অর্জন, দারিদ্র্য দূরীকরণের জন্য গৃহীত কর্মসূচি এবং সরকারের নীতিমালাকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।